Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে চড়ারহাট গণহত্যা দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৬:৩৫ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৬:৩৫ PM

bdmorning Image Preview


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে চড়ারহাট গণহত্যা দিবস পালন করা হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) সকাল ১০টায় চড়ারহাট শহীদদের স্মরণ নির্মিত স্মতিসোধ পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলার পুুটিমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সারোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান, দিনাজপুর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ। পরে গনহত্যায় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১০ অক্টোবর উপজেলার চড়ারহাটের বদ্ধভুমিতে পাক হানাদার বাহিনী কাজের কথা বলে ডেকে নিয়ে নির্বিচার গুলি চালিয়ে ২ জন নারীসহ ১৫৭ জন নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। সেই দিনের নির্মম এই গণহত্যার কথা মানুষ ভুলতে পারেনি আজও।

Bootstrap Image Preview