Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৬:২৭ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৬:২৭ PM

bdmorning Image Preview


পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাছ বাজারসহ বিভিন্ন দোকানে আকস্মিকভাবে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৭ এবং ৪২ ধারানুযায়ী মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে মাটিরাঙ্গার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১০ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী মাটিরাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা আবুল খায়ের মোঃ মোখলেছুর রহমান ও মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।

এ সময় ফরমালিনযুক্ত বিভিন্ন প্রজাতির মাছ বিক্রির দায়ে মাছ ব্যাবসায়ী মোঃ জাকারিয়া, জগির আহাম্মেদ, মোঃ ইব্রাহিম ও খোরশেদ আলমকে পৃথকভাবে সর্বমোট ১৫,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় আটককৃত ফরমালিনযুক্ত মাছ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভিষণ কান্তি দাশের উপস্থিতিতে ধংস করা হয়।

এ সময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ জাকির হোসেন পিপিএম, পুলিশ সদস্য, সাংবাদিকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview