Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বাগেরহাটে আওয়ামী লীগের আনন্দ মিছিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৩:৪৫ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৩:৪৫ PM

bdmorning Image Preview


২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর-পরই বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করেছে।

বাগেরহাট শহরের রেলরোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি’র নেতৃত্বে আজ বুধবার আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। 

এর আগে সকাল ১১ টার পর থেকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, তাতীলীগের খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হয়। সেখানে টেলিভিশনের সামনে জড়ো হয়ে দলীয় নেতাকর্মীরা রায় ঘোষণার অপেক্ষা করতে থাকে। দুপুর ১২ টায় রায় ঘোষণার সাথে সাথেই বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগের শত-শত নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।

পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক অম্বরিষ রায়, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন।

বক্তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলার ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেন।

Bootstrap Image Preview