Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে মাতৃ স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য বিষয়ে ওরিয়েন্টেশন

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৩:৩৯ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


নওগাঁর সাপাহারে ধর্মীয় নেতাদের নিয়ে মাতৃ স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এটি অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা ডাসকো পাবলিক হেলথ ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ রাজশাহী প্রকল্পের আয়োজনে মাতৃ স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলার বিভিন্ন এলাকা হতে ৪৯৮জন ইমাম ও ২জন পুরোহিতদের নিয়ে উপজেলা সদরের বিভিন্ন ভেনুতে ১৭টি ব্যাচে প্রশিক্ষণ শেষে ওরিয়েন্টেশনের সমাপ্তি করা হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশনে বিষয় বস্তুর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাসকোর হাইজিন প্রমোশন অফিসার আব্দুস সালাম, ট্রেনিং অফিসার আবুল বাসার ও ফিল্ড ফ্যাসিলিটেটর আমজাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ধর্মীয় নেতাগণ মাতৃ স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য এবং প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির উদ্দেশ্যে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার অঙ্গীকার ঘোষণা করেন।
 

Bootstrap Image Preview