Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 ডিএনসিসির আঞ্চলিক অফিসে ট্রেড লাইসেন্স নিয়ে দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৩:২১ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৩:৪২ PM

bdmorning Image Preview


ঘুষ ও দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-২, মিরপুর অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।  যেকোন সেবা নিতে হলেই ঘুষ প্রদান করতে হয় দুদকের হটলাইন ১০৬ এমন অভিযোগ আসলেই গতকাল মঙ্গলবার(৯ অক্টোবর) এ অভিযান চালানো হয়।

দুদক মহাপরিচালক মোহাম্মাদ চৌধুরীর নির্দেশে তাৎক্ষণিক সহকারী পরিচালক সেলিনা আখতার মনির নেতৃত্বে পুলিশসহ সাত সদস্যের একটি টিম গঠন করে এই অভিযান পরিচালনা করেন। দুদকের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুদক টিম উক্ত অফিসে গিয়ে দেখতে পান লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে কর্মরত ৩ জনের প্রত্যেকের সাথে একজন করে দালাল সংযুক্ত আছে। যারা তাদের ঘুষ লেনদেনে সহায়তা প্রদান করছে। দুদক টিম উপস্থিত হওয়ামাত্র দালালরা পালিয়ে যায়।  এ সময় মোঃ বাবুল নামে প্রকৌশল শাখার একজন চেইনম্যানের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সকল কাজ করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

দুদক টিম উক্ত অফিসে সিটিজেন চার্টার এবং বিভিন্ন সেবার ফি সম্বলিত তালিকা পায়নি। এ সকল অনিয়ম দুদকের উপস্থিতিতে প্রত্যক্ষ করে শীঘ্রই তা’ দূর করার নিশ্চয়তা প্রদান করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। এ অভিযানের পর দুর্নীতির দায়ে ৩ জনকে বরখাস্তকরণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।

অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ চৌধুরী বলেন, ‘দুদক সরকারি দপ্তরের সেবাপ্রদানকে ঘুষের অভিশাপমুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতে দুর্নীতি বন্ধে প্রয়োজনে ট্র্যাপ অভিযান চালানো হবে।’

Bootstrap Image Preview