Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ত্রিশালে যুবলীগের আনন্দ মিছিল মিষ্টি বিতরণ

নাজমুস সাকিব, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০২:৪৯ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০২:৪৯ PM

bdmorning Image Preview


২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের নেতৃত্বে রাজপথে অবস্থান নেয় যুবলীগ।  

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজ বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপি জামাতের নাশকতা ঠেকাতে ত্রিশাল বাসস্ট্যান্ডে এ অবস্থান কর্মসূচি গ্রহণ করে। 

এসময় যুবলীগের নেতাকর্মীরা মাষ্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসির দাবিতে শ্লোগান দিতে থাকে। রায় ঘোষণার পরপরই উপজেলা যুবলীগের নেতৃত্বে মিষ্টি বিতরণ ও এক আনন্দ মিছিল বের করে। স্থানীয় যুবলীগ কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ড এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ নেতৃবৃন্ধ। সমাবেশে বক্তারা মুল পরিকল্পনাকারী তারেক রহমানের ফাসির দাবি জানান।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে। আজ বুধবার সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

Bootstrap Image Preview