Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে মিললো অস্ত্র-ইয়াবা!

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৮:১২ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৮:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রাম নগরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাসে মিলেছে প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র। এ ঘটনায় দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রবিবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের লালখানবাজার এলাকায় এ আটকের ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পু্লিশ সুপার মিমতানুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন- নোয়াখালী জেলার চাটখিল থানাধীন শিবরামপুর এলাকার আমির হোসেনের ছেলে আল শাহরিয়ার (২৫) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩০)।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গোপন সূত্রে ইয়াবা ও অস্ত্র নিয়ে একটি মাইক্রোবাস টেকনাফ থেকে চট্টগ্রামের দিকে আসার খবর পাই। পরে লালখানবাজারে চেকপোস্ট বসিয়ে দুই মন্ত্রণালয়ের ভুয়া স্টিকারযুক্ত গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে কৌশলে লুকানো প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র উদ্ধার করা হয়। এসব ইয়াবা ও অস্ত্র ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।

ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেন র‍্যাবের এ কর্মকর্তা।

Bootstrap Image Preview