Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৩:১৭ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৩:১৭ PM

bdmorning Image Preview


সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরে, জনগণকে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য, এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরণ, বিনিয়োগ পরিকল্পনা ও ব্যক্তিখাতে উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্য সর্ব সাধারণের সামনে তুলে ধরার মধ্য দিয়ে দিনাজপুরে ৩ দিনব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা শেষ হয়েছে।     

গতকাল শনিবার সন্ধ্যায় মেলার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী।

মেলায় ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ একটি স্টল রয়েছে। প্রতিদিন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক তথ্য বিবরণীর ভিডিও ও চিত্র মেলায় প্রচার ব্যবস্থা করা হয়।

মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ৮২টি স্টল খোলা হয়। মেলায় অংশ গ্রহণকারীদের মধ্যে সুন্দর উপস্থাপনা ও সাজসজ্জার জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেয়া হয়। এছাড়াও অংশ গ্রহণকারি প্রতিটি স্টলকে পুরস্কৃত করা হয়। এরপর স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উল্লেখ্য, ৩ দিনব্যাপী আয়োজিত এই মেলায় শিক্ষার্থীরা ছাড়াও সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ মেলাটি উপভোগ করেন।
 

Bootstrap Image Preview