Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ তাসকিনের কান্দাহারের প্রতিপক্ষ বালখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০২:১১ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০২:২০ PM

bdmorning Image Preview


আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাঙ্গারহারের কাছে ৬ উইকেটের হার দিয়ে আসর শুরু করেছে তাসকিনের দল কান্দাহার নাইটস। গতকাল শনিবার বিকালের এই ম্যাচে তাসকিনকে ছাড়াই একাদশ সাজিয়েছিল তারা। আসরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচের তাদের প্রতিপক্ষ বালখ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

শনিবার শরাজায় কান্দাহারের অধিনায়ক আসগার আফগান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তাদের হয়ে ব্রাটিংয়ে আসেন পল স্টার্লিং ও ব্র্যান্ডন ম্যাককালাম। কিন্তু  ১৫ বলে ব্যক্তিগত ১৮ রানে ফিরে যান স্টার্লিং। অন্য ওপেনারের ব্যাট থেকে সমান সংখ্যক বল খেলে ১৯ রান আসে।

তবে করিম জানাতের ৩৯ ও কেভিন ও’ব্রাইনের ১৪ বলে ২২ রানের সুবাদে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারে কান্দাহার। নাজিবুল্লাহ জাদরান ১২ বলে ১৭ রান করেন।নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেটে হারিয়ে ১৩৯ রান করে তারা।

এদিন কান্দাহার ব্যাটিংয়েকে একাই ধ্বসিয়ে দেন বেন কাটিং। তিনি ২৮ রানে ৫ উইকেট নিয়েছেন বেন কাটিং।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪৬ রান তুলে ফেলে রাঙ্গারহার। ওপেনার নাজিব তারাকাই ২৫ বলে ৩২ ও জনসন চার্লস ২৪ বলে ৩০ রান করে আউট হন। এরপর দ্রুত দুইটি উইকেট হারালেও হাশমতুল্লাহ শাহিদি ও শফিকুল্লাহ অপরাজিত থেকে দলকে জয়ের দিকে নিয়ে যান। হাশমতুল্লাহ অপরাজিত ২৬* ও শফিকুল্লাহ অপরাজিত ৩৫* রান করেন।

Bootstrap Image Preview