Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বিদেশি দগ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০১:৪৭ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০১:৪৭ PM

bdmorning Image Preview


রাজধানীর উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বিদেশি নাগরিক দগ্ধ হয়েছেন। আহত দুজনই চীনের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ( অক্টোবর) দিবাগত রাতে চুলায় চা গরম করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এরপর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি জানিয়েছেন।

জাকির হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই চীনা নাগরিকেরা হলেন- জিও (৩৭) জুলি (৩৫) জিও জুলি উত্তরার ১২ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি ভবনের ষষ্ঠ তলায় ভাড়া থাকেন। শনিবার রাত ১২টার দিকে বাসার চুলায় চা গরম করার সময়ে সিলিন্ডার বিস্ফোরিত হয়।

তিনি আরো বলেন, ওই চুলার সঙ্গে একটি ছোট গ্যাস সিলিন্ডার সংযুক্ত ছিল। মূলত গ্যাস সিলিন্ডারটিই বিস্ফোরিত হয়। এরপর পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন।

ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, দগ্ধ দুই চীনা নাগরিক বার্ন ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন। তাদের মধ্যে জুলির শরীরের ২৩ শতাংশ এবং জিওর শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

 

Bootstrap Image Preview