Bootstrap Image Preview
ঢাকা, ২২ মঙ্গলবার, জুন ২০২১ | ৮ আষাঢ় ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

জাপানে ৫.১ মাত্রার ভূমিকম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০১:৩৭ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০১:৩৭ PM

bdmorning Image Preview


জাপানের নাগানো এলাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছন  দেশটির আবহাওয়া সংস্থা। 

ভূমিকম্পটি দেশটির স্থানীয় সময় রবিবার ১০ টা ১৪ মিনিটে উৎপত্তিস্থল থেকে ৩৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ১৩৭ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ৪০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

এখন পর্যন্ত ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি। এবং কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, গত শুক্রবার সকালেও জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৫.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

এরা এগে গত মাসে এই একই এলাকায় জাপানের সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত এনেছিলো। এতে ভূমিধস হয় ও অনেক মানুষ মারা যান। এর প্রভাবে দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় ছিল দ্বীপের ৫৩ লাখ মানুষ।

Bootstrap Image Preview