Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, ডিসেম্বার ২০২১ | ১৮ অগ্রহায়ণ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে র‌্যাবের অভিযান সাড়ে ১৫ হাজার ইয়ারাসহ তিন পাচারকারী আটক

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০১:৩০ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০১:৩০ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন হোটেল মার্টিনে অভিযান চালিয়ে ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় ইয়াবা পাচারে জড়িত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ রবিবার সকাল ১০টায় এ অভিযযান চালানো হয় বলে বলে জানান র‌্যাব-৭ এর কর্মকর্তা মেজর মেহেদী হাসান।

তিনি বলেন, আমাদের কাছে তথ্যছিল হোটেল মার্টিনে তিনজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। তাদের কাছে বিপুল পরিমান ইয়াবা রয়েছে। এ তথ্যের ভিত্তিতে রবিবার সকালে র‌্যাবের একটি টিম হোটেল মার্টিনে অভিযান চালায়। এ সময় অভিনব কায়দায় বাশেঁর ভেতর লুকানো ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-  সোহেল (২৭), মানিক (৩৩) ও ফয়সাল(৩৫)।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান। 
 

Bootstrap Image Preview