Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ড্রোন ব্যবহার করে ধর্ষিতা উদ্ধার, গ্রেফতার ধর্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০১:২৭ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০১:২৭ PM

bdmorning Image Preview


ব্রিটেনের বোস্টনে ড্রোনের সাহায্য নিয়ে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত এক ধর্ষককেও আটক করেছে পুলিশ খবর জানিয়েছেন আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম

শনিবার ( অক্টোবর) স্থানীয় সময় সকালে ব্রিটেনের বোস্টনে ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা গেছে, ঘটনার দিন একজন কিশোরী দেশটির জরুরি সহায়তার নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করে বলেন, ‘আমি বোস্টনের কোনো এক অচেনা স্থানে একজন ব্যক্তির সঙ্গে রয়েছি। সেই ব্যক্তি আমাকে ধর্ষণ করেছে।

অভিযোগটি পাওয়া মাত্র পুলিশ একটি ড্রোনের সহায়তায় তাকে খুঁজে বের করেন। একইসঙ্গে আটক করা হয় সেই সন্দেহভাজন ধর্ষককেও।

সংবাদ মাধ্যম থেকে আরো জানা গেছে, ঘটনার দিন সকালে সেই কিশোরীর দেওয়া তথ্য অনুযায়ী সেখানকার বর্ণনা শুনে পুলিশ ধারণা করেন যে, সেটি একটি কারখানা এলাকা হবে।

এরপর কর্মকর্তারা তাৎক্ষণিক থার্মাল ক্যামেরার (যে ক্যামেরা তাপ সনাক্ত করতে সক্ষম) সঙ্গে একটি ড্রোন পাঠিয়ে তাদের অবস্থান সনাক্ত করার চেষ্টা করেন।

পরবর্তীতে ক্যামেরায় তাদের দেখতে পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। সে সময় `ধর্ষণকারী` সন্দেহে ৩০ বছরের সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ব্যাপারে লিঙ্কনশায়ার পুলিশের কর্মকর্তা ইন্সপেক্টর এড ডেল্ডারফিল্ড জানিয়েছেন, ‘ঘটনার সময় পুলিশ কর্মকর্তাদের গাড়িতেই তাপ সনাক্তকারী ক্যামেরা বসানো সেই ড্রোনটি ছিল।

Bootstrap Image Preview