Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় এক্সট্রা মোহরারদের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৫:০৭ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৫:০৭ PM

bdmorning Image Preview


মাগুরায় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিসদের) চাকরি জাতীয়করণের দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে এ সমাবেশের উদ্ধোধন করেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার খুলনা বিভাগীয় এ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান হিরুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কাসেম মোল্যা, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এফ.এ সুমন সরকার। অনুষ্ঠানে সঞ্চলনা করেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার খুলনা বিভাগীয় এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন দাস ও বাংলাদেশ এক্সট্রা মোহরার খুলনা বিভাগীয় এ্যাসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল পারভেজ।

খুলনা বিভাগীয় সমাবেশে বিভিন্ন জেলা থেকে আগত কর্মরত নকল নবিশরা তাদের দাবি দাওয়া বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এ সময় নকল নবিশরা তাদের এ দূর্দশার বার্তাটি প্রধানমন্ত্রীর কাছে পৌছে দিতে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরকে অনুরোধ করেন।  

Bootstrap Image Preview