Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অলিতে-গলিতে ইলিশ থাকলেও কমেনি দাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১০:৫৭ AM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:৫৭ AM

bdmorning Image Preview


ইলিশে ভরে গেছে রাজধানীর বাজার ও অল-গলি। প্রত্যেক গলিতেই ইলিশের পসরা সাজিয়ে বসেছে মোসুমী বিক্রেতারা। বাজারও ইলিশে ভরপুর। তবে বিগত বছরগুলোর তুলনায় দাম কমেনি ইলিশের।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডির বিভিন্ন এলাকা, মিরপুর-৬নং বাজার, কারওয়ানবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

চলছে ইলিশের ভরা মৌসুম। তাই চারদিকেই ইলিশের ছড়াছড়ি। তবে চারিদিকে ইলিশের ছড়াছড়ি থাকলেও চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি হালি ৮০০গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০-৩০০০ টাকা। আর মাঝারি আকারের ইলিশ মাছ হালি প্রতি বিক্রি হচ্ছে ২০০০-২২০০ টাকায়। আর ৫০০ গ্রামের প্রতি হালি ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০-১৬০০ টাকায়।

ইলিশের সরবরাহ থাকার পরও দাম কেনো বেশি জানতে চাইলে কারওয়ানবাজারের মৎস্য ব্যবসায়ী বাদল বিডিমর্নিংকে বলেন, আগামীকাল থেকে ২২দিন ইলিশ মাছ ধরা নিষেধ। তাই বাজারে ইলিশের সরবরাহ কম আছে। তাই দাম একটু বেশি।

তিনি আরও বলেন, আবার মাছ ধরা শুরু হলে দাম কমে যাবে। এ বিষয়ে মিরপুর-৬ নং বাজারের মৎস্য ব্যবসায়ী আমিন বিডিমর্নিংকে বলেন, এতদিন বাজারে মাছের দাম কমই ছিল। যেহেতু বাজারে বেশ কয়েকদিন মাছ আসবে না তাই অনেক ক্রেতাই এখন বাজারে মাছ কেনার জন্য ভিড় করছে।

কারওয়ানবাজারে বাজার করতে আসা ব্যাংক কর্মকর্তা রহমত উল্লাহ্‌ বিডিমর্নিংকে বলেন, আগামী বেশ কিছুদিন বাজারে ইলিশ বিক্রি হবে না। তাই ইলিশ কিনতে বাজারে এসেছি। তবে দাম বিগত বছরগুলোর তুলনায় বেশি।

মৎস্য অধিদফতর জানিয়েছে,আজ রাত ১২ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময় দেশের নদী ও সাগর থেকে ইলিশ ধরা যাবে না। এ ছাড়া বেশি দাম দিয়ে ইলিশ কিনেছেন ক্রেতারা।

মিরপুর বাজারে গিয়ে দেখা যায়, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৫০০ থেকে ৬০০ টাকায়। আর ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৯০০ থেকে ১ হাজার টাকায়।

ব্যবসায়ীরা জানান, প্রায় ১ মাসের জন্য বন্ধ হয়ে যাবে ইলিশ আহরণ। এজন্য দাম বেশি হলেও মানুষ বেশি বেশি ইলিশ কিনে ফ্রিজে রাখছেন।

Bootstrap Image Preview