Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বড়দের পর এবার শিশুদের তথ্যও গোপনে সংগ্রহ করছে ফেসবুক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৭:২৭ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৭:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বড়দের পর এবার ‘মেসেঞ্জার কিডস’ অ্যাপ ব্যবহারকারী শিশুদের তথ্যও গোপনে সংগ্রহ করছে ফেসবুক। শিশুদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের কাছে এ অভিযোগ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।

তাদের অভিযোগ- শিশুদের অভিভাবকদের অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করে না তারা (ফেসবুক)। আর এর কারণে শিশু অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন লঙ্ঘন করছে ফেসবুক।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও ফেসবুক জানিয়েছে, মেসেঞ্জার কিডস-এ কোনো বিজ্ঞাপন প্রচার বা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা হয় না। তবে সেবা পরিচালনার স্বার্থে ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।

প্রসঙ্গত- 'মেসেঞ্জার কিডস' অ্যাপটি মূলত মেসেঞ্জারের শিশুতোষ সংস্করণ। অ্যাপটিতে বেশ কঠোরভাবে অভিভাবকদের নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করা হয়েছে। আর তাই অ্যাপটি ডাউনলোড করলেই সরাসরি ব্যবহার করা যায় না। শুধু অভিভাবকদের ফেইসবুক অ্যাকাউন্টের লিংক যুক্ত করে ব্যবহার করতে হয়।

শুধু তা-ই নয়, অভিভাবকদের পরিচিত বা নির্বাচিত বন্ধুরা ছাড়া অন্য কারো সঙ্গে বার্তা বা ভিডিও বিনিময়ও করা যায় না। ফলে শিশুদের অনলাইন কার্যক্রমের ওপর নজর রাখার সুযোগ থাকে।

Bootstrap Image Preview