Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৪:৪৫ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে দিনের শুরুতে সূচকের উত্থান থাকলেও দিনশেষে সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। আজ দিনভর লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩ টির, কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টি কোম্পানির শেয়ার।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে .৩৮ পয়েন্ট কমে ৫৪১৮.২৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক .১০ পয়েন্ট কমে ১৮৯৮.৩৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক .৯৬ পয়েন্ট বেড়ে ১২৫০.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-খুলনা পাওয়ার, অ্যাক্টিভ ফাইন, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, বিবিএস কেবলস, ইফাদ অটোস, ভিএফএস থ্রেড, ড্রাগন সুয়েটার, নূরানী ডাইং বসুন্ধরা পেপার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি ফাইন্যান্স, এশিয়া প্যাসেফিক ইন্সুঃ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, সিঙ্গার বিডি, সোনালি আঁশ ইন্ডাঃ, নূরানী ডাইং, ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা-, এপেক্স ফুডস্, উসমানিয়া গ্লাস ভিএফএস থ্রেড।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এসকে ট্রিমস, সিম টেক্স, ন্যাশনাল হাউজিং, সাউথইস্ট ব্যাংক লিঃ ১ম মি.ফা., এলআর গ্লোবাল মি. ফা-, আইসিবি এমপ্লয়ী মি. ফা স্কীম , পপুলার লাইফ ইন্সুঃ, সিভিও পিআরএল, যমুনা ব্যাংক লিঃ পেনিনসুলা চিটাগাং।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৯ টি কোম্পানির ১৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ২৯০ টি শেয়ার মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৬০ কোটি লাখ ২৯ হাজার ৪৪৯ টাকা

Bootstrap Image Preview