Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীশংকৈলে শুরু হয়েছে জাপা’র কেন্দ্র ভিক্তিক কমিটি গঠন প্রক্রিয়া  

অন্য দলের সাড়া নেই

খোরশেদ আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১১:৩৭ AM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১১:৩৭ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও- ৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল)  আসনে কেন্দ্র ভিক্তিক কমিটি গঠনের কাজ অন্যান্য রাজনৈতিক দল শুরু না করলেও শুরু করেছে জাতীয় পার্টি।

রাণীশংকৈল উপজেলায় ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, পীরগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসন। রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন ভোট কেন্দ্রে, ভোট কেন্দ্র সুরক্ষায় ও নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে এ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

গতকাল বুধবার (৩ অক্টোবর) জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু তাহের জানান, এ কমিটি ভোটকেন্দ্র ভিক্তিক করা হচ্ছে। এদের কাজ হলো ভোট গ্রহণ যেন সুষ্ঠভাবে হয় তা পর্যবেক্ষণ করা এবং পাড়া মহল্লায় টহল দেওয়া। অপরিচিত কোন লোক সন্দেহ ভাজন মনে হলে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করা, এবং জাতীয় পার্টির পক্ষে ভোট প্রার্থনা করা।

এদিকে বর্তমান ওয়ার্কাস পাটির সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী কেন্দ্র ভিক্তিক কমিটি গঠন না করলেও তিনি পীরগঞ্জ-রাণীশংকৈলে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ভিত্তিফলক উদ্বোধনের অন্তরালে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এ আসনে মনোনয়ন প্রত্যাশি ৪-৫ জনের নাম শোনা গেলেও কেন্দ্র ভিক্তিক কমিটি গঠন করছেন না। অথচ ঠাকুরগাঁও -১ আসনে বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কেন্দ্র ভিক্তিক কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে জাপা’র প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ হাফিজ উদ্দীন আহম্মেদ বলেন, এ পর্যন্ত হোসেনগাঁও, নন্দুয়ার ইউনিয়নে সম্পন্ন হয়েছে লেহেম্বা ইউনিয়নের কাজ চলছে। এ কমিটির লোকদের সাথে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার কমিটি সার্বক্ষনিক মোবাইলে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করবে নির্বাচনের ব্যাপারে।

আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সংরক্ষিত ৩০১ আসনের সাংসদ সেলিনা জাহান লিটা মুঠোফোনে জানান, ‘আমাদের আ’লীগ হচ্ছে একটি বড় দল তাই কেন্দ্র ভিক্তিক কমিটি গঠন প্রক্রিয়া বাসায় অথবা অফিসে বসে ১০০ জনের তালিকা করা হচ্ছে।’ 

Bootstrap Image Preview