Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্থানীয় সরকারের হাতকে শক্তিশালি করতে হবে: রুহুল হক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৮:৫৯ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৮:৫৯ PM

bdmorning Image Preview
আ ফ ম রুহুল হক


সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ ফ ম রুহুল হক বলেছেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় সরকারের হাতকে শক্তিশালি করতে হবে। এ জন্য দরকার স্থানীয় সরকার, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ঐক্যবদ্ধতা। সকল বিরোধ দূর করে সকল জনপ্রতিধিদের অংশগ্রহণে দেশের উন্নয়ন বয়ে আনতে হবে।

বুধবার (৩ অক্টোবর) দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করে উন্নত দেশে রূপান্তরিত করতে হবে। শেখ হাসিনার সরকারের আমলে দেশ এখন স্বল্পন্নত দেশে স্থান করে নিয়েছে। দেশের প্রতিটি ক্ষাতে উন্নয়নের ছোয়া লেগেছে। শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, যোগাযোগসহ সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে।

তিনি আরো বলেন, আপনারা জানেন সরকারের প্রচেষ্টায় দেশের অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়িত হচ্ছে। দেশের মানুষ অসংখ্যা সেবা গ্রহণ করে চলেছে। সকল প্রকার ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বেকারত্ব দুর করতে ন্যাশনাল সার্ভিস চালু করা হয়েছে। দেশের মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা জানতে ইতোমধ্যে খানা জরিপ শুরু হয়েছে। দেশের উন্নয়নে প্রধান স্থর হলেন আপনারা। আপনাদের মাধ্যমে একটি গ্রাম, থেকে ওয়ার্ড, ইউনিয়নের উন্নয়ন ঘটে। তাই সরকারের উন্নয়ন তুলে ধরতে আপনাদের বিশেষ ভুমিকা রাখতে হবে।

সংসদ সদস্য আরও বলেন, আপনারা বসে থাকবেন না, সময়কে কাজে লাগান। আমি আপনাদের এলাকায় কি কি উন্নয়ন করেছি আপনারা জানেন। আগামীতে ধারাবাহিক উন্নয়ন পেতে জননেত্রীকে রাষ্ট্র ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড় ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাদুল ইসলাম, কুলিয়া ইউপি সদস্য আমিরুল ইসলাম, বিকাশ সরকার, প্রেম কুমার, ভরত চন্দ্র, পারুলিয়া ইউনিয়ন ইউপি সদস্য সালাউদ্দীন সারাফি, শেখ মোকারাম হোসেন, ইয়ামিন আলী মোড়ল প্রমুখ।

Bootstrap Image Preview