Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটে এমপির বিরুদ্ধে মানহানির মামলা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৬:২৫ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৬:২৫ PM

bdmorning Image Preview


সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের বিরুদ্ধে মানহানি ও হুমকি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (০৩ অক্টোবর) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সাব্বিরের মা মনোয়ারা বেগম বাদী হয়ে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫ম ফারজানা ইয়াসমিনের আদালতে ৫০২ ধারায় মানহানিকর বক্তব্য ও হত্যার হুমকি প্রদানের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

বাদী পক্ষের আইনজীবী সৈয়দ মহসীন আলী জানান, পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের বাদীর ছেলের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য ও হত্যার হুমকি প্রদান করেন। এই অভিযোগেই আজ এ মামলা দায়ের করা হয়।

তিনি আরো জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে জানতে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার বিষয়ে আমি এখনো কিছু জানি না। আমি কাউকেই হুমকি দেইনি।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মিথ্যে মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview