Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আরপিও সংশোধনের প্রস্তাব ইসির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১০:০৪ AM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১০:০৪ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সুবিধা পাবেন ঋনখেলাপীরা।

বর্তমান আইনে প্রার্থীকে সাত দিন আগে খেলাপী ঋণ নেই বা নিয়মিত কিস্তি দেন, সেই ক্লিয়ারেন্স জমা দিতে হতো। কিন্তু আরপিও সংশোধন প্রস্তাব অনুযায়ী, সেই ক্লিয়ারেন্স একদিন আগে দিলেই চলবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

কবিতা খানম বলেন, ‘ঋণখেলাপীদের সাত দিন আগে যেটা ছিল, এখন সেটা মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। আরপিওতে ১০ থেকে ১২টি সংশোধনীর প্রস্তাব করা হয়েছে এবং তা পাস হওয়ার অপেক্ষায় রয়েছে।'

নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, ঋণখেলাপী প্রার্থী জালিয়াতি করলেও আগে তা যাচাই-বাছাই করতে পারত ইসি। কিন্তু সংশোধিত আরপিও পাস হলে সেই সুযোগ থাকবে না। প্রার্থীদের জালিয়াতি করার সুযোগ বেড়ে যাবে।

বর্তমান আরপিওর নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির পরিচালক বা কোনো প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে নেওয়া ঋণের খেলাপী নন বা কোনো কিস্তি বকেয়া নেই, এই মর্মে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ লিখিত দিলে তা প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সাত দিন আগে জমা দিতেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে।

এ বিষয়ে আরপিও সংশোধনীর প্রস্তাবে বলা হয়েছে, প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া ক্লিয়ারেন্স জমা দিতে পারবেন।

Bootstrap Image Preview