Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রবিবার শেষ হচ্ছে আল্টিমেটাম, বিদেশে ড. কামাল আর সঙ্গীরা যাচ্ছেন রক্তদান কর্মসূচিতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪১ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় ঐক্য প্রক্রিয়ারআল্টিমেটামের সময় শেষ হচ্ছে আগামীকাল রবিবার(৩০ সেপ্টেম্বর)। ২২ সেপ্টেম্বর নাগরিক সমাবেশ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেওয়ার আহ্বান ছিল সরকারের উদ্দেশে। যদিও আল্টিমেটাম শেষ হওয়ার দিনে দেশেই নেই এই প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। পাশাপাশি আল্টিমেটামের শেষ দিনে জাতীয় ঐক্যপ্রক্রিয়ার জোটসঙ্গী যুক্তফ্রন্টের নেতারা যাবেন রক্তদান কর্মসূচিতে।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার ২২ সেপ্টেম্বর সমাবেশ থেকে ঘোষণা করা হয়েছিল, ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার, নির্বাচনকালীন সরকার গঠনের, নির্বাচন কমিশন পুনর্গঠনের। এছাড়া বলা হয়েছিল, ১ অক্টোবর থেকে জাতীয় নেতারা সারাদেশে সভা-সমাবেশ করবেন। একইসঙ্গে সারাদেশে বৃহত্তর জাতীয় ঐক্য নামে কমিটি গঠনের আহ্বান জানানো হলেও এ রিপোর্ট লেখাপর্যন্ত কোথাও কমিটি গঠনের খোঁজ পাওয়া যায়নি। গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা নিতে থাইল্যান্ডে গেছেন ড. কামাল হোসেন।

জাতীয় ঐক্যপ্রক্রিয়ার ওই নাগরিক সমাবেশে যুক্তফ্রন্ট চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ জোটের বাকি সব নেতা অংশ নেন।

জাতীয় ঐক্যপ্রক্রিয়ার নেতারা বলছেন, নতুন কমিটি না হলেও নতুন কর্মসূচি ঠিক করা হয়েছে।

ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আবম মোস্তফা আমীন জানান, ‘আগামী ৭ অক্টোবর প্রেসক্লাবের সামনে আমরা মানববন্ধন করবো। সেখান থেকে নতুন কর্মসূচি আসতে পারে।

গত ২৬ সেপ্টেম্বর রাতে ড. কামাল হোসেন জানিয়েছিলেন, তিনি ৬ বা ৭ অক্টোবর দেশে ফিরবেন।

তবে, গণফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, ‘ড. কামাল হোসেন বিদেশে আছেন। তিনি দেশে ফিরলে আলোচনার মাধ্যমে নতুন কর্মসূচি নির্ধারণ করা হবে।

এদিকে, যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্যপ্রক্রিয়ার একটি দল যখন আল্টিমেটাম দিয়ে মাঠে নেই, তখন যুক্তফ্রন্টের নেতারা যাচ্ছেন রক্তদান কর্মসূচিতে। রবিবার বনানীতে বিকল্প ধারার সহযোগী সংগঠন প্রজন্ম বাংলাদেশ আয়োজন করছে রক্তদান কর্মসূচির।

বি চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম জানান, ‘বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে ছাত্র-যুব সমাবেশ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করেছে প্রজন্ম বাংলাদেশ। সেখানে অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথি, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Bootstrap Image Preview