Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সর্দি-কাশি নিরাময় ছাড়াও আদার যত গুণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৩ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৬ PM

bdmorning Image Preview


আদা একটি চমৎকারী উপকরণ। সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন রোগের ঘরোয়া টোটকা হিসাবে আদার ব্যবহার বহুল প্রচলিত। আদায় থাকে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পরিপোষক, বায়োঅ্যাক্টিভ যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জন্য অত্যন্ত কার্যকরী।

জেনে নিন, আদা কিভাবে শরীরের জন্য উপকারী-

১। বমি ভাব বা মর্নিং সিকনেস কমাতে আদার অত্যান্ত উপকারি। তবে গর্ভবতী মহিলাদের মর্নিং সিকনেস দূর করার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আদা খাওয়া উচিত।

২। আদা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টের সমস্যা দূর করতে সাহায্য করে।

৩। আদার প্রদাহ দমনকারী ক্ষমতার জন্য বিভিন্ন ব্যাথার এটি তাড়াতাড়ি উপশম ঘটায়।

৪। আদা বহুদিনব্যাপী পেটের সমস্যা নির্মূল করে হজমের প্রক্রিয়াকে সহজ করে।

৫। আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বায়োঅ্যাকটিভ যৌগ মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়. আলজাইমার্স এর মত রোগ প্রতিরোধ করে। বয়সজনিত কারণে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়াকেও বাধা দেয়।

৬। নিয়মিত আদা খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরে ইনফেকশন কম হয়।

৭। আদা মাসিক কালীন ব্যাথা কমাতেও সাহায্য করে।

৮। অস্টিওআর্থ্রাইটিসের মতো রোগের প্রতিরোধে আদা চমৎকার কাজে দেয়। এটি গাঁটের ব্যাথা দূর করে।

Bootstrap Image Preview