Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চাইল্ড অনলাইন সেফটি কর্মসূচি চালু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩২ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩২ PM

bdmorning Image Preview


শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেপ্টেম্বরে দেশব্যাপী ‘সেফ ইন্টারনেট আউটরিচ প্রোগ্রামে’র আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। ‘বি স্মার্ট, ইউজ হার্ট’, শীর্ষক ‘চাইল্ড অনলাইন সেফটি প্রোগ্রাম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হয় রাজধানীর জিপি হাউজে।

১১ থেকে ১৬ বছরের ৪ লাখ শিশু কিশোরের ক্ষমতায়ন এবং ৫০ হাজার অভিভাবক ও শিক্ষকদের নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ কীভাবে তৈরি করতে হয়, সে সম্পর্কে অবহিত করতে এই উদ্যোগটি হাতে নেওয়া হয়েছে।

এই উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১০-বৈষম্য দূরীকরণের প্রতি গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপের প্রতিশ্রুতিবদ্ধতা পূরণে সহায়ক হবে।

স্কুলগুলোতে প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে ডিজিটাল শিক্ষার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। এ ছাড়াও, চাইল্ড হেল্পলাইন হটলাইন (১০৯৮) এ অন্তর্ভুক্ত করা হয়েছে ‘চাইল্ড অনলাইন সেফটি ইস্যুতে’। যেখানে কল করে কিশোর-তরুণেরা এ সম্পর্কিত উপদেশ ও পরামর্শসহ অন্যান্য সহায়তা পাবে।

২০১৪ সাল থেকে এখন পর্যন্ত দেশব্যাপী ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে এইসব বিষয়ে সচেতনতা দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview