Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন আইসিটি প্রকল্পে ঘরে বসেই স্বনির্ভর হতে পারবেন নারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪১ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৯ PM

bdmorning Image Preview


দেশের জেলা ও উপজেলা পর্যায়ের নারীদের স্বনির্ভর করে গড়ে তুলতে সরকারের ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

আজ বুধবার(২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে প্রকল্পটি উদ্বোধন হয়।

এসময় আইসিটির মাধ্যমে নারীর ক্ষমতায়নের জন্য সরকারের তিনটি উদ্দেশ্যর কথা জানানো হয়। যেখানে উল্লেখ করা হয়, আইসিটির মাধ্যমে নারীর ক্ষমতায়নের গুরুত্ব সম্পর্কে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি করা, আইসিটি ইকো-সিস্টেমে নারীদের অংশপগ্রহণ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং আইসিটির মাধ্যমে নারীদের স্ব-কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে তৈরি করা।

এই প্রকল্পে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, পেশাজীবী, গ্রামের বেকার নারীরা প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হতে পারবেন।

এ ব্যাপারে তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘দেশের মোট মোবাইলফোন ব্যবহারকারীর ৪৭ ভাগ এবং মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৩৮ ভাগ নারী হওয়ায় সরকার নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তিকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আইসিটি ইকো-সিস্টেমে নারীর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আত্ম-কর্মসংস্থান বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করি।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সার নারী উদ্যোক্তা তৈরি, নারী আইটি সার্ভিস প্রোভাইডার তৈরি এবং ২ হাজার ৫০০ কলসেন্টার এজেন্ট তৈরি করা হবে। এছাড়া কম্পিউটারের ট্রাবল-স্যুটিংয়ের কাজও শেখানো হবে।

তিনি মনে করেন, এই প্রকল্পটি বাস্তবায়ন হলে তা এসডিজি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

জানা গেছে, দেশের বৃহত্তর ২১টি জেলার ২১টি উপজেলায় ফ্রিল্যান্সার নারীদের উদ্যোক্তা, আইটি সার্ভিস প্রোভাইডার ও কল সেন্টার এজেন্ট তৈরির জন্য ৩টি লেভেলে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট উপজেলাগুলোর শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও অন্যান্য সরকারি ল্যাবে।

প্রসঙ্গত, এই প্রকল্পের নাম শুরুতে ছিল ‘শি পাওয়ার’। পরবর্তী সময়ে নাম পাল্টে রাখা হয় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন। তবে নাম পাল্টালেও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে কোনও পরিবর্তন আসেনি বলে জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘যে দেশে নারীদের অধিকার রক্ষা হয়না কিংবা কাজের সুযোগ করে দেয়া হয়না, সে দেশের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু আমাদের দেশে সেটার আশঙ্কা কম। আপনারা হয়তো জেনে থাকবেন যে, জেন্ডার ইকুইলিটির দিক থেকে এশিয়ার মধ্যে ফিলিপিইনের পরেই বাংলাদেশের অবস্থান। নারীর ক্ষমতায়নের এমন ধারাবাহিকতায় আইসিটি সেক্টরেও নারীদের অবস্থান নিশ্চিত করা এবং আরো বেশি অংশগ্রহণ করানোর জন্যই এই প্রকল্প।

এসময় পলক উল্লেখ করেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রীই পেরেছেন সংসদের সংরক্ষিত নারী আসন ২০টি থেকে ৫০ টিতে নিয়ে আসতে। পিতার পরিচয়ের পাশাপাশি সকল দাপ্তরিক কাজে মাতার নাম নিশ্চিত করেছেন। সেই দিক থেকে আইসিটি ক্ষেত্রেও যেনো নারীরা সমান তালে এগিয়ে যায় এটাই একমাত্র চাওয়া।‘

তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী আরও বলেন, মূলত নারীকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতে লার্নিং আর্নিং, বাড়ি বসে বড়লোক, মোবাইল প্রশিক্ষণের (মোবাইল ভ্যানগুলো প্রশিক্ষণ দেয় ঘুরে ঘুরে) মতো বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে। এটাও সে ধরনের একটি প্রশিক্ষণ।

এই প্রশিক্ষণ নারীকে তথ্যপ্রযুক্তিতে আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তুলবে। একইসঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে অন্যতম প্রতিযোগী হিসেবে গড়ে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রকল্পের নথি ঘেঁটে দেখা গেছে, প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৮২ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত।

এ ব্যাপারে সংশ্লিষ্টরা বলছেন, এই প্রশিক্ষণ কার্যক্রমে একজন ফ্রিল্যান্সার নারীকে কিভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়, নারী কিভাবে আইটি সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করতে পারে এবং কল সেন্টার এজেন্ট হলে কিভাবে কলসেন্টার সামলাতে হয়, সেসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

যেসব জেলায় প্রশিক্ষণ দেয়া হবে- সাভার, ফরিদপুর, জামালপুর, ময়মনসিংহ, নওগাঁ, পটুয়াখালী, টাঙ্গাইল, বরিশাল, হাটহাজারি চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালি রাঙ্গামাটি, খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, পাবনা, রংপুর, দিনাজপুর ও সিলেট সদর।

Bootstrap Image Preview