Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে আর ফেরা হলো না

শামীম খান, মাগুরা প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪২ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪২ AM

bdmorning Image Preview


মাগুরায় কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কের সাকুরা কালার ল্যাবের কর্মচারী শহরের ম্যাটানিটি পাড়ার বাসিন্দা লাভলু মিয়া (৩৮) ও তার শ্যালক নিয়ামুল (২৫)।

আজ সোমবার সকাল ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার এসআই আব্দুল মমিন ও পারিবারিক সূত্র জানায়, লাভলু ও তার শ্যালক নিয়ামুল সকালে শহরের ম্যাটানিটি পাড়ার বাসা থেকে মোটর সাইকেলযোগে তার দুটি শিশু পুত্রের জন্য শ্রীপুর উপজেলার রাধারনগন বাজারে দুধ কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে হাইওয়ে সড়কে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনে পৌছালে বিপরীতমুখী একটি কার্ভাড ভ্যান তাদের বহনকারী মটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সড়কে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক কার্ভাড ভ্যান ও তার চালকে শনাক্ত করার চেষ্টা বলে জানান সদর থানার এস আই আব্দুল মমিন।

 

Bootstrap Image Preview