Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিটির বড় জয়ের দিনে ম্যান ইউয়ের ড্র, শীর্ষে লিভারপুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৪ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৫ AM

bdmorning Image Preview


স্যর আলেক্স ফার্গুসন ওল্ড ট্র্যাফোর্ডের ডিরেকটর্স বক্সে ছিলেন। মে মাসে মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে প্রথম স্টেডিয়ামে বসে খেলা দেখলেন প্রিয় ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। যে ক্লাবে তাঁর ২৭ বছর কেটেছে। বললেন, ‘‘আমি ভাল আছি। মনে হচ্ছে কতদিন পরে মাঠে এলাম।’’ কিন্তু জোসে মোরিনহোর ফুটবলাররা তাঁকে যে ফুটবল উপহার দিলেন, তাতে তাঁর মন ভাল হওয়ার কথা নয়।

কে বলবে উলভস খেলতে এসেছিল ম্যান ইউ-র ঘরের মাঠে? ফুটবল বিশ্লেষকরা ম্যাচ দেখে বললেন, উলভস যেন বার্সেলোনা হয়ে উঠেছিল! যে ভাবে তাঁরা নিজেদের মধ্যে পাস খেলে পরের পর প্রতিআক্রমণে যাচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল দিনটা কোনওভাবেই মোরিনহোর জন্য সুখের হতে যাচ্ছে না। হলও তাই। ব্যতিক্রমী ঘটনা খেলার ১৮ মিনিটে পেনাল্টি বক্সের কোণ থেকে পল পোগবার অসাধারণ একটা পাস ধরে ফ্রেডের গোল করে যাওয়াটা। কিন্তু সবাই যেন অপেক্ষায় ছিলেন উলভসের গোল শোধ করা দেখতে। ৫৩ মিনিটে জুমিনেজের পাস ধরে পর্তুগিজ ফুটবলার জোয়াও মুতিনহো গোলার মতো শটে দাভিদ দা হিয়াকে হতবাক করে ১-১ করে দিলেন। ম্যাচের পরে মোরিনহো বলেছেন, ‘‘এই ফলটাই প্রত্যাশা করেছিলাম। আমরা শাস্তি পাওয়ারই যোগ্য। জানি না কেন, ওরা আমাদের চেয়ে অনেক বেশি উজ্জীবিত ছিল।’’

ইউনাইটেড শিবিরে অন্ধকারের রাতে উৎসব ম্যান সিটিতে। শনিবার ৫-০ হারাল কার্ডিফ সিটিকে। জোড়া গোল করেন রিয়াদ মাহরেজ। একটি করে গোল করলেন সের্খিয়ো আগুয়েরো, বের্নাদো সিলভা ও ইলখাই গুন্ডোয়ান। 

দুরন্ত ছন্দে লিভারপুলও। ঘরের মাঠে সাউদাম্পটনকে হারিয়ে ইপিএল টেবলের শীর্ষে উঠে এলেন মোহম্মদ সালাহরা। এই মৌসুমে টানা ছ’টি ম্যাচ জিতলেন তাঁরা। তাদের পয়েন্ট ১৮। টানা পাঁচ ম্যাচ জেতা চেলসি খেলবে রবিবার। লিভারপুল এ দিন তিনটে গোলই করল প্রথমার্ধে। প্রথম গোল ওয়েসলি হোয়েডটের আত্মঘাতী। ১০ মিনিটে। ২-০ করেন জোয়েল মাতিপ। কর্নার থেকে আসা ক্রসে দারুণ হেডে। এবং প্রথমার্ধের সংযুক্ত সময়ে মহম্মদ সালাহ গোল পেলেন। যা লিভারপুলের হয়ে তাঁর ৪১ নম্বর গোল। 

Bootstrap Image Preview