Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শুক্রবার, মে ২০২১ | ২৪ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

ত্রিশালে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ

নাজমুস সাকিব, (ত্রিশাল) ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৫ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৫ PM

bdmorning Image Preview


'দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন' এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুপুরে হালিমা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাঁঠাল ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল।

হালিমা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্কুল প্রধান শিক্ষক সুলতান আহমেদ, সহকারি প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মনোজ কান্তি, হাফিজুর রহমান, আব্দুল্লাহ, আমিনুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য বাবুল মিয়া, মাহবুব আলম, ইসরাফিল প্রমুখ।

পরে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ।


 

Bootstrap Image Preview