Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পূজা পরিষদের সভায় দু'পক্ষের সংঘর্ষ, আহত ১০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪০ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মাগুরা প্রতিনিধি:

মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভায় দু'পক্ষের সংঘর্ষে পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকালে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গনে সভাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা পূজা উদযাপন পরিষদের একাধিক নেতা ও পুলিশ জানায়, বিকেলে সভা চলাকালে কমিটি গঠন ও সংগঠনের অর্থের হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও চেয়ার ছুড়াছুড়ির শুরু হয়। এ সময় এক পক্ষ লাঠিশোঠা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এ হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়।

আহদের মধ্যে গুরুতর জখম অবস্থায় মিথুন, রাজ কুমার, বিশ্বজিৎ ও সুজন নামে ৪ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা যায়।

অন্যদিকে, সভা শেষে বাড়ি ফেরার পথে শহরের সৈয়দ আতর আলী সড়কের জামরুল তলা এলাকায় কয়েকজন যুবক মাগুরা জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ কুমার সিংহের মোটরসাইকেল থামিয়ে তাকে প্রহৃত করে। এ সময় তিনি সামান্য আহত হন। এরপর ওই যুবকরা সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডুর মালিকানাধীন একটি ওষুধের দোকানে তালা মেরে দেয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ঘটনা জানা পর পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেননি।

Bootstrap Image Preview