Bootstrap Image Preview
ঢাকা, ০৯ মঙ্গলবার, মার্চ ২০২১ | ২৫ ফাল্গুন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১০ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের কালাপানিয়া নামক স্থানে একটি ট্রাক রাস্তার পাশে উল্টে হেলপার নিহত হয়েছে।

বুধবার ( ১৯ সেপ্টেম্বর) রাত প্রায় ১২টায় পার্বত্য খাগড়াছড়ি সড়কের কালাপানিয়া নামক স্থানে ট্রাকটি উল্টে ঘটনাস্থলে নিহত হয় ট্রাকের হেলপার খালেদ সাইফুল্লাহ ( ২৮)।

জোরারগঞ্জ থানার এসআই মাহফুজ জানায়, পুলিশ ঘটনা জানতে পেরে সকাল ১০টায় ট্রাক ও নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহতের বাড়ি নেত্রকোনা জেলায় বলে জানা যায়।

এদিকে পৃথক আরেক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের জামালের দোকান এলাকায় বিকাল ট্রাকের ধাক্কায় দিদারুল আলম ( ৪০) নামে লেগুনাযাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৫ জন যাত্রী।

বৃহস্প্রতিবার ( ২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার।

Bootstrap Image Preview