Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জে ডাকাতের হামলায় আহত ২

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৮ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৯ AM

bdmorning Image Preview


গোপালগঞ্জে সোহাগ মুন্সি (৩৫) নামের এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় ডাকাতদের হামলায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন, পরিবহন ব্যবসায়ীর সোহাগ মুন্সি (৩৫) ও তার স্ত্রী নিলুফা বেগম (২৫)।

ব্যবসায়ী সোহাগ মুন্সি জানান, ভোর রাতে ১৮-২০ জনের মুখোশধারী সশস্ত্র একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি শুরু করে। এ সময় বাধা দিলে ডাকাতরা সোহাগ মুন্সি ও তার স্ত্রী নিলুফা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। ডাকাতেরা আলমারি ভেঙে নগদ এক লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণসহ ১৮ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

মারাত্মক আহত সোহাগ মুন্সি ও তার স্ত্রী নিলুফা বেগমকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Bootstrap Image Preview