Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুদের টাকা পরিশোধ করতে না পারায় ছাত্রদলের নেতার লাথিতে গৃহবধূর গর্ভপাত

নারী ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৯ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ PM

bdmorning Image Preview


বগুড়ায় শাপলা বেগম (২৮) নামে এক গৃহবধূ সুদের অতিরিক্ত টাকা পরিশোধ করতে না পারায় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল হাসান দারুনের লাথিতে ওই গৃহবধূর গর্ভপাত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত রবিবার (১৬ সেপ্টেম্বর) শহরের উত্তর চেলোপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। গুরুতর সেই রাতেই অসুস্থ ওই গৃহবধূকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা শাপলা বেগম (২৮) তিন মাস আগে স্থানীয় অগ্রগতি বহুমুখী সমিতি থেকে ১০ হাজার টাকা লোন নেন। এরপর তিনি আসল ও সুদ মিলে মোট ২০ হাজার টাকা পরিশোধ করেন। পরে এই সমিতি থেকে সুদ হিসেবে আরও ৩০ হাজার টাকা দাবি করা হয়।

টাকা দিতে না পারায় রবিবার রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল হাসানসহ সমিতির লোকজন শাপলা বেগমের বাড়িতে গিয়ে তার বাড়ির আসবাবপত্র বের করে নিয়ে আসেন।

তিনি এতে বাধা দিলে ছাত্রদল নেতা দারুন তার পেটে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই শাপলা বেগমের গর্ভপাত হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের গাইনি বিভাগের ১০নং বেডে শাপলা চিকিৎসাধীন রয়েছেন।

Bootstrap Image Preview