Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৭ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৭ AM

bdmorning Image Preview


২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার রায়ের তারিখ আজ ঘোষণা হতে পারে।  মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে। গতকাল সোমবারও দুই পক্ষের আইনি বিতর্কে সরগরম হয়ে ওঠে আদালতকক্ষ। শুনানিতে আসামিপক্ষ প্রশ্ন তুলেছে এবং রাষ্ট্রপক্ষ জবাব দিয়েছে।

আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান গতকালও বলেছেন, অধিকতর তদন্তের আদেশ দেওয়ার আগে ৬১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, যাঁদের একজনও গ্রেনেডের উৎস বা তা সরবরাহের সঙ্গে কারা জড়িত থাকতে পারেন, সে বিষয়ে একটা কথাও বলেননি। যে থানায় এই মামলা করা হয়েছে, সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা মামলার তদন্ত কর্মকর্তাও আদালতে কোনো অবেদন করেননি। অর্থাৎ আদালতের সামনে এমন কোনো নতুন তথ্য ছিল না, যা উদ্‌ঘাটনের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন ছিল।

আর রাষ্ট্রপক্ষের বক্তব্য হচ্ছে, মামলার যেকোনো পর্যায়ে প্রয়োজন মনে করলে আদালত স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অধিকতর তদন্তের আদেশ দিতে পারেন। এ ক্ষেত্রে তো সিআইডি অধিকতর তদন্তের জন্য আবেদন করেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তা আদালতে উপস্থাপন করেছেন। কাজেই অধিকতর তদন্তের প্রক্রিয়া ও পদ্ধতি যথাযথই ছিল। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ আজ মঙ্গলবার আরও বিস্তারিত বক্তব্য দেবে। এর মাধ্যমে বিচারপ্রক্রিয়ার এই পর্যায় শেষ হবে এবং আজই বহুল আলোচিত ও স্পর্শকাতর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করতে পারেন আদালত। তবে অনেক ক্ষেত্রে আদালত রায়ের তারিখ পরে ঘোষণা করা হবে বলেও মামলার কার্যক্রম শেষ করেন।

উভয় পক্ষের আইনজীবীদের সূত্রগুলো জানায়, আসামিপক্ষের প্রধান লক্ষ্য হচ্ছে অধিকতর তদন্তকে আইনগতভাবে অবৈধ প্রমাণ করা। কারণ, এটা করতে পারলে আর মামলাই থাকে না। আর রাষ্ট্রপক্ষেরও চ্যালেঞ্জ অধিকতর তদন্তকে আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য প্রমাণ করা। তাহলেই সব আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার তাদের দাবি জোরালো ও সুনির্দিষ্ট হয়।

গতকাল রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আগের দিনের ধারাবাহিকতায় তাঁর বক্তব্য শুরু করেন। তিনি আসামিদের অপরাধমূলক ষড়যন্ত্রের স্থানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করাসহ আসামিপক্ষের কতিপয় যুক্তির পাল্টা যুক্তি তুলে ধরে বলেন, এই মামলায় রাজনৈতিক কারণে একজনকেও আসামি করা হয়নি। আদালতে তিনি ‘আইনের শাসন প্রতিষ্ঠায় ন্যায়বিচার প্রার্থনা’ করেন।

এর আগে রেজাউর রহমান জামিনে থাকা আসামিদের জামিন বাতিলের জন্য আদালতে আবেদন করেন। ২১ আগস্টের ঘটনার পর প্রকাশিত ২৫টি দৈনিক পত্রিকার খবরের একটি ফাইলও উপস্থাপন করেন তিনি। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম আপত্তি করলে বিচারক বলেন, ‘অপনারাও অনেক কাগজপত্র এভাবে উপস্থাপন করেছেন। আদালত তা সানন্দে গ্রহণ করেছে।’

আসামিদের জামিন বাতিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন প্রসঙ্গে বিচারক বলেন, ‘আসামিপক্ষ হয়তো এ বিষয়ে কিছু বলতে পারে। রাষ্ট্রপক্ষের আবেদন উপস্থাপিত হলো। দেখা যাক কী দাঁড়ায়।’

Bootstrap Image Preview