Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৫৬৮ কেজির লাড্ডু দিয়ে পালিত হলো নরেন্দ্র মোদির জন্মদিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৩ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৪ AM

bdmorning Image Preview


৫৬৮ কেজি ওজনের লাড্ডু দিয়ে পালিত হয়েছে নরেন্দ্র মোদির জন্মদিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহত্তাকারের লাড্ডু বানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর ও কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি এই বিশাল আকৃতির লাড্ডুটির উন্মোচন করেন।

সোমবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৮তম জন্মবার্ষীকি পালন করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সুলভ আন্তর্জাতিক সমাজসেবা সংস্থার এক অনুষ্ঠানে প্রকাশ জাভড়েকর বলেন, ‘গত চার বছরে ভারতে শৌচ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে।

 সংস্থাটি নরেন্দ্র মোদির জন্মদিন পালন করেছেন স্বচ্ছতা দিবসহিসেবে। ৪৫০ লাখ গ্রামকে খোলা শৌচমুক্তবলেও ঘোষণা করা হয়েছে। প্রথম ৬০ থেকে ৬২ বছর পর্যন্ত ভারতের শৌচ ব্যবস্থা ছিল মাত্র ৩০ শতাংশ।

প্রকাশ জাভড়েকর জানান, মোদি সরকারের সময় এই শৌচ ব্যবস্থা বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে। স্বাস্থ্যব্যবস্থা এখন গণআন্দোলনে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছ ভারত, স্বাস্থ্যকর ভারতএর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী কাজ করছেন।

Bootstrap Image Preview