Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩১ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩২ AM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে ৪ দিনব্যাপি বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিশ্চিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার বাল্যবিবাহ নিরোধ আইন লক্ষ্যে উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি,  নিকাহ্ রেজিস্ট্রার, মসজিদের ইমাম সমন্বয়ে কর্মশালায় সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এটি এম কাউছার হোসেন উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, খাগড়াছড়ি।

নারী ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরে এটি এম কাউছার হোসেন জনপ্রতিনিধির উদ্দেশ্যে বলেন, আপনারা জন্ম সনদের বয়স না বাড়িয়ে  দিয়ে সবাই মিলে বাল্যবিবাহ সম্পর্কে সামাজিক প্রতিরোধ করা এবং গণ সচেতনতা গড়ে তুলতে হবে। এতে করে আমরা ২০২১সালের মধ্যে বাল্যবিবাহ ৫০শতাংশ কমিয়ে আনতে পারবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১সালের মধ্যে বাল্যবিবাহ শূন্য কোটায় নিয়ে আসার জন্য সরকার কাজ করছে। বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে সকলের সহযোগিতা থাকলে বাল্যবিবাহ বন্ধ হওয়া সম্ভব।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর প্রতিটি ধারা আলোচনা পর্যালোচনা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে
স্বচ্ছ হয়ে ওঠে।

বাল্যবিবাহ নিরোধ আইন প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আলী।

বাল্যবিবাহের বিভিন্ন আইন সম্পর্কে অবহিত করেন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)সৈয়দ জাকির হোসেন পিপিক।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কাউন্সিলর মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ মো:হারুন-অর-রশীদ, পশ্চিম মুসলিম পাড়া মসজিদের ইমাম মাওলানা মো:আক্তারুজ্জামান।

Bootstrap Image Preview