Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাসের নিচে মোটরসাইকেল, ছিটকে পড়লেন দুই আরোহী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩১ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর খিলক্ষেতে স্নিগ্ধা বাসের (ঢাকা মেট্রো ব ১১-৬৩১০) ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে লা মেরিডিয়ান হোটেলের বিপরীত সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্নিগ্ধা বাসটি শেরপুর নালিতাবাড়ি-ঢাকা রুটে চলাচল করে। ঘটনার ঘটার পর পালিয়ে যায় স্নিগ্ধা বাসটির চালক ও হেলপার।

জানা গেছে, স্নিগ্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোবাইলে অ্যাপসভিত্তিক রাইড শেয়ার ‘পাঠাও’ এর ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। নিহত ব্যক্তি মোটরসাইকেলের আরোহী ছিলেন।তার পকেটে অগ্রণী ব্যাংকের একটি এটিএম কার্ড পাওয়া গেছে যাতে ব্যবহারকারীর নাম লেখা রয়েছে লাফিজুর রহমান। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫ টা ২০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী র‍্যাব-১ এর মেজর মো. রাকিবুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী। পরে দ্রুত তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়। মোটরসাইকেল চালককে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং আরোহীকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

এ ব্যাপারে ডিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের খিলক্ষেত এলাকার ট্রাফিক ইন্সপেক্টর মো. মিলন মিয়া জানান, রাস্তায় যানজট দেখে ছুটে আসার পর দেখি বাসের নিচে একটি মোটরসাইকেল আটকা। মোটরসাইকেলের দুই আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা গেলেও বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, ঘাতক বাসটি ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি সরিয়ে নেয়া হয়েছে। বাসের চালক ও হেলপারকে খোঁজা হচ্ছে।

Bootstrap Image Preview