Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ করবে বিজেপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৪ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৪ PM

bdmorning Image Preview


২০১৯ লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় শুরু হয়ে যাবে রাম মন্দির তৈরির কাজ। ফের একবার এমনটা দাবি করলেন এক বিজেপি নেতা। এবার এমন কথা শোনা গেল বিজেপির প্রাক্তন সাংসদ তথা রাম জন্মভূমি ন্যাসের সভাপতি রামবিলাস বেদান্তি। 

সংবাদসংস্থা সূত্রের খবর রবিবার ইলাহাবাদে বেদান্তি বলেন, 'অযোধ্যায় রাম মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই শুরু হয়ে যাবে মন্দির তৈরির কাজ।'

রোববার এলাহাবাদে বেদান্তি বলেন, অযোধ্যায় রাম মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই শুরু হয়ে যাবে মন্দির তৈরির কাজ।

ইতিপূর্বে একাধিক বিজেপি নেতা মন্তব্য করেছিলেন। রোববার বেদান্তি বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করলেন।

২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগেও রাম মন্দির ইস্যুকে সামনে এনেছিল বিজেপি। মোদি ক্ষমতায় আসলে রাম মন্দির তৈরি হবে বলে ঘোষণা দিয়েছিলেন বিজেপি নেতাকর্মীরা।

তবে বিজেপি ক্ষমতায় আসার পর প্রায় ৫ বছর অতিবাহিত হতে যাচ্ছে। আর অযোধ্যায় বাবরি মসজিদের বিষয়টিও এখনো সুপ্রিমকোর্টে বিচারাধীন রয়েছে।

Bootstrap Image Preview