Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৬ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৬ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


টেকনাফে পরিত্যক্ত অবস্থায় তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সাগর উপকূলের মুন্ডার ডেইলে পরিত্যক্ত অবস্থায় ওই ইয়াবার চালানটি জব্দ করা হয়।

টেকনাফ ২-এর বিজিবি অধিনায়ক লে. কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান, ভোর ৫টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির নায়েব সুবেদার মো. লাল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সাগর উপকূলের মুন্ডার ডেইলে বিশেষ টহল দল নিয়ে মোটরসাইকেলে অভিযানে যান। এ সময় প্লাস্টিকের ব্যাগ বহনকারী এক ব্যক্তিকে সন্দেহ হলে ধাওয়া করা হয়। এ সময় ওই ব্যক্তি ব্যাগটি ফেলে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যান।

পরে টহল দল ওই ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা পায়।

জব্দকৃত ইয়াবা পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

Bootstrap Image Preview