Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে মাদক-দেশীয় ধারালো অস্ত্রসহ তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৭ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৭ PM

bdmorning Image Preview


মাদারীপুরে স্বরাষ্ট্রমন্ত্রনালয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মোঃ আরিফ মুন্সী(৩৪) কে ইয়াবা, গাজা, নগদ টাকা ও দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

শনিবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সৈয়দনূর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আরিফ একই এলাকার মৃত সোহরাব মুন্সী ছেলে। তার নামে মাদারীপুর জেলার বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সৈয়দনূর সাকিনস্থ জনৈক সোহরাব মুন্সীর বাড়ীতে মাদক বিরোধী এ অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ আরিফ মুন্সী(৩৪) কে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রিত নগদ ৮,৪০০/-টাকা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ও ০৫টি সীমকার্ড এবং ০১টি দেশীয় ধারালো (চাইনিজ) কুড়ালসহ আটক করা হয়।

আরও জানা যায়, দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট এর চালান সংগ্রহ করে মাদারীপুর জেলার সদর থানাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে আটককৃত আরিফ। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে মাদারীপুর জেলার সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

Bootstrap Image Preview