Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত

আবুল হাসেম,মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১১ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১১ AM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব- ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল  ৪ টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টে পৌরসভাসহ উপজেলার মোট ৮টি দল অংশ নেয়।

এ টুর্নামেন্টের ফাইনালে মাটিরাঙ্গা পৌরসভা বনাম তাইন্দং ইউপি একাদশ  প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তীব্র প্রতিযোগিতাপূর্ণ খেলায় নির্ধারিত ৯০ মিনিট খেলে কোন দল গোল করতে পারে নি।

পরে বিজয়ী নির্ধারণ করতে অতিরিক্ত ১০ মিনিট খেলা অনুষ্ঠিত হলেও কোন দল জয়সূচক গোল অর্জন না পারলে পরে ট্রাইবেকারে ৪-১ গোলে তাইন্দং একাদশকে পরাজিত করে গৌরবজনক এই কাপটি মাটিরাঙ্গা পৌরসভা একাদশ  তুলে নেয়। এতে তাইন্দং একাদশ রানার্স আপ এবং মাটিরাঙ্গা পৌরসভা চ্যাম্পিয়ন'র হওয়ার গৌরব অর্জন করে।

এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে মোঃ জাকির হোসেন (মাটিরাঙ্গা পৌরসভা একাদশ) এবং সেরা গোলদাতা মোঃ আফসার হোসেন (তাইন্দং ইউপি একাদশ) টুর্নামেন্টে ৪টি গোল করে এ কৃতিত্ব অর্জন করে এবং রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সোহেল আফজাল বাবু।

উপজেলা নির্বাহী অফিসার বিভিষণ কান্তি দাশের সভাপতিত্বে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি লে.কর্ণেল রাইসুল ইসলাম, পিএসসি, কমান্ডার মাটিরাঙ্গা জোন।

প্রধান অতিথির বক্তব্যে লে.কর্ণেল রাইসুল ইসলাম বলেন, ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার এ আয়োজন করছে। সরকারের লক্ষ্য এ ধারার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভাবে তুলে আনা।

তিনি আরও বলেন, খেলাধুলার অভাবে এদেশে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকছে। বর্তমানে দেশের যুব সমাজের বৃহৎ অংশ মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। তাই খেলাধুলার চর্চার মাধ্যমে যুব সমাজকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সামছুল হক, মেয়র মাটিরাঙ্গা পৌরসভা, মাটিরাঙ্গা থানার ওসি সৈয়দ মোঃ জাকির হোসেন, পিপিএম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মোঃ আলাউদ্দিন, পেনেল মেয়র, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন চেয়ারম্যান, হিরণজয় ত্রিপুরা এবং বিভিন্ন ইউনিয়নের  চেয়ারম্যানবৃন্দ মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন জয়নাল এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কুল ও কলেজের হাজারো শিক্ষার্থী।

এছাড়াও মাঠের চারদিকে অসংখ্য ক্রীড়ামোদী মানুষজন খেলা উপভোগ করেন।

Bootstrap Image Preview