Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'দেশ চালানোর মতো টাকা নেই'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৭ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৭ AM

bdmorning Image Preview


ঋণের দায়ে জর্জরিত পাকিস্তান । ফলে দেশ চালানোর মতো পর্যাপ্ত টাকা সরকারের কাছে নেই বলে জানিয়েছেন ইমরান খান

দেশটির আমলাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে ইমরান খান পাকিস্তানের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন প্রায়ই।

আমলাদের ওই অনুষ্ঠানে ইমরান খান বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারের কাছে দেশ চালানোর মতো টাকাই নেই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানকে ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতেই হবে। আমাদের নিজেদের ও দেশের দ্রুত পরিবর্তন প্রয়োজন। সরকার যেমন সাধারণ মানুষের দায়িত্ব নেবে, ঠিক তেমনই সাধারণ মানুষকেও সরকারকে আপন করে নিতে হবে।

দেশের আমলাদের সব রকম সুরক্ষার আশ্বাস দিয়ে তিনি বলেন, তার দলকে কোনও আমলা সমর্থন না করলেও দেশের স্বার্থে তিনি সবার পাশে দাঁড়াবেন।

 

Bootstrap Image Preview