Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীকে পিঠে চড়িয়ে কাদার পথ পাড়ি দিলেন সাবেক প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫০ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview


পাহাড়ি পথ ধরে হাঁটছিলেন স্বামী-স্ত্রী। কিন্তু পথিমধ্যে কাদা থাকায় স্ত্রীকে কাঁধে করে কাদাপথ পাড়ি দিলেন স্বামী। সাধারণ কোনো মানুষ এটি করলেও সাড়া পড়ে যেত। তবে যিনি এটা করেছেন তিনি আর দশজন সাধারণ কেউ নন। তিনি ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং টোবগে।

হ্যা সত্যিই এমনটি করেছেন ভুটানের সাবেক এই প্রধানমন্ত্রী। এসময় তাদের পোশাক ছিলো খুবই সাধারণ। আর স্ত্রীর পায়ে যেন কাদা না লাগে তার জন্য তাকে পিঠে তুলে কাদাপথ পাড়ি দেন। স্ত্রীকে পিঠে করে কাদাপথ পাড়ি দেয়ার ছবি টুইটারে পোস্ট হতেই তা রীতিমতো আলোড়ন ফেলেছে।

টুইটে ছবি পোস্ট করে শেরিং টোবগে লিখেছেন, ‘স্যর ওয়াল্টার রালের মতো ড্যাশিং নই, কিন্তু স্ত্রীর পা পরিষ্কার রাখার জন্য একজন পুরুষের যা করা উচিত তাই করলাম।’

গত ১১ সেপ্টেম্বর একটি ছবি পোস্ট করে সামাজিকমাধ্যমে আলোচিত হয়ে পড়েন ভুটানের ৫২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

তোবগের টুইটার পেজে পোস্ট করা সে ছবিতে দেখা যায়, স্ত্রী তাশি দোমাকে পিঠে চড়িয়ে কাদামাখা রাস্তা পার করছেন শেরিং তোবগে।

জনশ্রুতি আছে, ৪০০ বছর আগে কবি স্যার ওয়াল্টার র‌্যালি রানি এলিজাবেথের সামনে কাদামাখা পথে নিজের পরিধানের লম্বা জামা বিছিয়ে দিয়েছিলেন, যাতে রানির পায়ে কাদা না লাগে!

সে ঘটনাই শেরেং তোবগে করে দেখালেন নিজের রানির সঙ্গে। পোস্টটির নিচে অনেকেই মন্তব্য করেছেন, র‌্যালির চেয়ে তোবগে বেশি আবেগী, বেশি করিতকর্মা।

নারীর প্রতি সম্মানসহ স্ত্রীর প্রতি এমন ভালোবাসা দেখানোতে সাবেক এ প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করছে নেটজগত।

প্রসঙ্গত তোবগে ২০১৩ সালের জুলাই থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রেসিডেন্ট।

Bootstrap Image Preview