Bootstrap Image Preview
ঢাকা, ২৮ শুক্রবার, জানুয়ারী ২০২২ | ১৫ মাঘ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

৮ বছরের প্রেমের পরিণতি...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৭ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


৮ বছর প্রেমের পর পরিণতি এমন হবে তা কখনো ভাবেনি প্রেমিকা ও তার পরিবার। প্রেমের পাঁচ বছরের মাথায় হয়েছিল রেজিস্ট্রি। কিন্তু তিন বছর পর বিয়ের কথা বলতেই ঘতে বিপত্তি। ১৫ লাখ টাকা যৌতুকের দাবি করে। এমনকি বাড়িতে ডেকে প্রেমিকাকে মারধরের পড় ঝুলিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ওই প্রেমিকের বিরুদ্ধে।

নৃশংস এ ঘটনাটি ঘটেছে ভারতের হুগলির খানাকুলে।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় কলকাতার নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ওই তরুণীকে। এদিকে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রেমিকযুগল অমিতাভ রায় ও রাউত খানা হুগলির খানাকুলের রঞ্জিতবাটির বাসিন্দা। তাদের প্রেমের কথা জানতো দুই পরিবার। প্রেমের পাঁচ বছরের মাথায় তাদের রেজিস্ট্রিও হয়। কিন্তু তার পরেই সমস্যা। রেজিস্ট্রি হয়ে গেলেও সামাজিকভাবে বিয়ে করতে কিছুতেই রাজি হচ্ছিল না প্রেমিক। প্রেমিকা ও তার পরিবার বিয়ের জন্য চাপ দিতেই আসল চেহারা প্রকাশ করে অমিতাভ। বিয়ের শর্ত হিসেবে ১৫ লাখ পণের দাবি করে অভিযুক্ত প্রেমিক।

অভিযোগ রয়েছে, বিয়ে নিয়ে কথা বলতে একদিন প্রেমিকা ও তার ভাইকে বাড়িতে ডাকে অমিতাভ। তার পর সেখানেই তরুণীকে মারধরের পর গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। ওই যুবতীর সঙ্গে থাকা ভাইয়ের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই উদ্ধার করেন ওই দুজনকে।

এ ঘটনায় অভিযুক্ত প্রেমিককে আটক করা হলেও তার পরিবারের বাকি সদস্যরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Bootstrap Image Preview