Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটি খুঁড়তেই ‘গুপ্তধন’ পেলেন হতভাগ্য কৃষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৪ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৪ PM

bdmorning Image Preview


মাটি খুঁড়তেই ভাগ্য বদলে গেল এক কৃষকের। সারাদিন পরিশ্রম করা হতভাগ্য মানুষটা হঠাৎ করেই হয়ে গেলেন লাখপতি। বলছিলাম ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার বাসিন্দা পেশায় কৃষক প্রকাশ শর্মার কথা। 

ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার বাসিন্দা প্রকাশ শর্মা। মাঠে কাজ করতে গিয়ে শুরু করেন মাটি খোঁড়া। খুঁড়তে খুঁড়তে হঠাৎ পেয়ে যান একটি হীরা।

স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, হীরাটি পরীক্ষা করে দেখা হয়েছে। সেটি ১২ দশমিক ৫৮ ক্যারেটের। মাটির নিচে থাকলেও যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে সেটি।

পরে হীরাটি নিলামে তোলা হয়। হীরাটির দাম ওঠে ৩০ লাখ টাকা। নিলামের ১১ শতাংশ টাকা সরকারকে দিতে হয়েছে। হিরে পাওয়ার পরেই বদলে গিয়েছে প্রকাশের ভাগ্যের চাকা। তিনি জানিয়েছেন, নিলাম বাবদ পাওয়া টাকা তিনি ব্যবসা ও কৃষিকাজের জন্য লাগাবেন। 

Bootstrap Image Preview