Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে এক গৃহবধূর লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫০ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫০ AM

bdmorning Image Preview


নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন আক্তার (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর)উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের নিকটবর্তী আড়িয়ালখাঁ নদে থেকে পুলিশ নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতের ছোট ভাই রুবেল মিয়া জানান, নরসিংদী সদর উপজেলার খোদাদিলা গ্রামের আবদুল ওহাবের কন্যা ইয়াছমিন আক্তারকে ২০০২ সালে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের কাশেম আলীর পুত্র নবী হোসেনের সঙ্গে বিয়ে দেয়।

ইতিমধ্যে তাদের সংসারে ৩ ছেলে ১ মেয়ে জন্মগ্রহণ করে। বিগত কিছুদিন পূর্বে সাবিনা নামে এক মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে।

গত রোববার দিন রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে নবী হোসেন দা দিয়ে ইয়াসমিন আক্তারকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ইয়াছমিন মারা যায়।

পরে তড়িঘড়ি করে নবী হোসেন ও তার দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াছমিনের লাশ পার্শ্ববর্তী আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

পরে অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার ভোরে উল্লিখিত সাথান থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, এ ব্যাপারে নিহতের ছোট ভাই রুবেল মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি হত্যা মামলা করে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুলাতুলি এলাকা থেকে নবী হোসেনের দ্বিতীয় স্ত্রী সাবিনাকে গ্রেফতার করে। ধৃত সাবিনা ঘটনার সত্যতা স্বীকার করে। ঘাতক নবী হোসেন পলাতক রয়েছে।

Bootstrap Image Preview