Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাঁচতে চায় কোম্পানীগঞ্জের মেধাবী ছাত্র রিয়াদ

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪২ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪২ AM

bdmorning Image Preview


অনেক গুলো স্বপ্ন নিয়ে পথচলা মেধাবী ছাত্র রিয়াদের। বড় হয়ে পরিবারের মুখ উজ্জল করবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। জীবনের এ প্রান্তে এসে আক্রান্ত হলো কিডনি রোগে। তার দু'টো কিডনি নষ্ট হয়ে গেছে। তাকে বাঁচাতে হলে কিডনী ট্রান্সফার করতে হবে। আর ডাক্তার জানিয়েছে, ট্রান্সফার বাবদ ১৫ লক্ষ টাকার অধিক প্রয়োজন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের পূর্ব চরকাঁকড়া, হৃদয় নগর ৬ নং ওয়ার্ডের তোফাজ্জল হোসেন কোম্পানী বাড়ি খোকন ভুঁইয়ার পক্ষে চিকিৎসার এ খরচ বহন করা অসম্ভব।

ইফতেকার হোসেন রিয়াদ বর্তমানে ঢাকার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালেরর বেড: ৫০৪, ডায়ালাইসিস বিভাগ,ফ্লোর : ০৫ ভর্তি আছেন।

শিক্ষা জীবনে রিয়াদ নতুনবাজার উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরিক্ষায়  ২০০৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে সরকারি মুজিব কলেজ ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে। 

অনার্সে গণিত বিভাগে ১ম ক্লাস পেয়ে সরকারি তিতুমীর কলেজ, ঢাকা থেকে ২০১২ সালে উত্তীর্ণ হয়েছে। একই কলেজ থেকে গণিত বিভাগে ২০১৩ সালে মাষ্টার্সে ১ম ক্লাস পেয়েছিলেন।

মেধাবী ছাত্র রিয়াদের এ কঠিন সময়ে সকল শ্রেণির মানুষের সাহায্যের প্রয়োজন। আসুন অসহায় রিয়াদের পাশে দাঁড়াই। বিস্তারিত জানতে,সাহায্য দিতে অথবা রিয়াদকে সরাসরি দেখতে যোগাযোগ করুন ০১৬৮০০৯০৮৬০ (বিকাশ) নম্বরে।

Bootstrap Image Preview