Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী ঘুঘু নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৮ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৮ AM

bdmorning Image Preview


রংপুরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ওই মাদক ব্যবসায়ীর নাম শওকত হোসেন ওরফে শওকত ঘুঘু (৩৮)। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, তিন রাউণ্ড গুলি, ২৫ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার দিকে রংপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর রহমতপাড়ায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত শওকত ঘুঘু রংপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

খন্দকার গোলাম মোর্ত্তূজা বলেন, বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে তিনটার দিকে ওই ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর রহমতপাড়ায় মাদক কেনাবেচার খবরে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে গেলে মাদক ব্যাবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় ঘটনাস্থলেই শওকত হোসেন ঘুঘু মারা যান।

তিনি আরও জানান,  ঘুঘু এলাকার ‘চিহ্নিত মাদক চোরা কারবারি’ এবং তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা, মাদক, সন্ত্রাসী ও ডাকাতি কর্মকাণ্ডের অভিযোগসহ ১৩টি মামলা রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, রাতেই শওকত ঘুঘুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, শওকত ঘুঘু একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন। 

Bootstrap Image Preview