Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাজারে এল হুয়াওয়ের চার ক্যামেরার ফোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৫ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৫ PM

bdmorning Image Preview


বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে আলোচিত ফোন মেইম্যাঙ্গ সেভেন অবশেষে চীনের বাজারে অবমু্ক্ত করা হলো। মধ্যম ঘরানার এই ফোন চীনে বিক্রি হচ্ছে ২৩৯৯ চাইনিজ ইয়েনে। ফোনটিতে ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ০রোম ব্যবহার করা হয়েছে। 

মেইম্যাঙ্গ সেভেনে আছে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের উপরিভাগে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২৩৪০ পিক্সেল। এর অ্যাসপেক্ট রেশিও ১৯:৫:৯।  

ফোনটি পরিচালনার জন্য রয়েছে ১২এনএম কিরিন ৭১০ অক্টাকোর প্রসেসর। সঙ্গে আছে মালি জি৫১ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। 

৬ জিবি র‌্যামের এই ফোনে ৬৪ জিবি বিল্টইন মেমোরি ব্যবহৃত হয়েছে। মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়ার অপশন রয়েছে। 

ছবির জন্য আছে ২০ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ২৪ ও ২ মেগাপিক্সেলের। ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৭৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

ফোনটি বিক্রির জন্য প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে এটি বিক্রি শুরু হবে। কালো, নীলসহ বেশ কয়েকটি রঙে এটি পাওয়া যাবে। 

Bootstrap Image Preview