Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাপানের বিশ্ববিদ্যালয়ের আদলে ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হবে: নোবিপ্রবি ভিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৯ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৯ PM

bdmorning Image Preview


নোবিপ্রবি প্রতিনিধিঃ

'নোয়াখালী বিভাগ দিয়ে নোবিপ্রবিকে মানুষ চিনবে না বিশ্ববিদ্যালয় নোয়াখালীর নয়বিশ্ববিদ্যালয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য একটি শুধু দেশের মানুষ নয় পৃথিবীর মানুষ নোবিপ্রবির মাধ্যমে নোয়াখালীকে চিনবে। বিশ্ববিদ্যালয়কে জাপানের নাগাসাকির বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে গঠন করা হবে।'

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ২য় ব্যাচের বিদায় এবং ওইকনোমিয়া ফেস্ট অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ভিসি এসব কথা বলেন

প্রধান অতিথির বক্তব্যে ভিসি আরও বলেনসকল ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নতির অগ্রশিখরে পৌঁছার জন্য লড়াই করে যেতে হবে। দেশকে নিয়ে ভাবতে হবে দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে

অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীর বক্তৃতায় উল্লেখিত ল্যাব প্রতিষ্ঠার দাবির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দেশের সেরা ল্যাবরেটরি ভবন প্রতিষ্ঠা করবেন বলেও আশ্বাস দেন তিনি অর্থনীতি বিভাগকে রয়্যাল বিভাগ হিসেবে ঘোষণা দেন

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোকাম্মেল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানবিক সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক . সৈয়্যদ আতিকুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক

সমাজবিজ্ঞান বিভাগের ডীন এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বক্তৃতার শেষে শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান

এ ছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে বিদায়ী বক্তব্য রাখেন ২য় ব্যাচের শিক্ষার্থী আকতার হোসাইন, রিফাত ফারিয়া মম শুভেচ্ছা বক্তব্য রাখেন ৩য় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ হারুন। এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

উল্লেখ্যঅনুষ্ঠানে উপাচার্য ২য় ব্যাচের গ্র্যাজুয়েটদের মাঝে ক্রেস্ট বিতরণ, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া ৬ষ্ঠ ব্যাচ এবং রানার্সআপ ৫ম ব্যাচের হাতে ট্রফি তুলে দেন এবং উপাচার্যডীন এবং বিভাগের চেয়ারম্যানকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় দ্বিতীয় পর্বে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কর্তৃক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

Bootstrap Image Preview