Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদিকে লেজার গাইডেড ৪০০ বোমা দিচ্ছে স্পেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৫ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৫ PM

bdmorning Image Preview


ইয়েমেন বোমা হামলায় অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণার পরও সৌদি আরবকে 'লেজার গাইডেড বোমা' দেয়ার ঘোষণা দিয়েছে স্পেন।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী।

তবে মাত্র এক সপ্তাহ আগে সৌদি আরবকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছিল স্পেন সরকার।

স্পেনের পক্ষ থেকে বলা হয়েছিল, সৌদি আরব অস্ত্র কেনার জন্য ইতিমধ্যে ৯ দশমিক ২ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। কিন্তু তাদের এ অস্ত্র সরবরাহ করা হবে না।

আগস্ট মাসে সৌদি জোট কর্তৃক ইয়েমেনে স্কুলবাসে হামলা এবং ওই ঘটনায় ৪০ শিশু নিহত হওয়ার প্রতিক্রিয়ায় অস্ত্র সরবরাহ বন্ধের এ ঘোষণা দিয়েছিল স্পেন।

কিন্তু গত সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটো রবেলস সেই ঘোষণা থেকে বেরিয়ে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জোসেপ বোরেল দেশটির ওন্ডা সেরো রেডিওকে বলেন, ২০১৫ সালে সৌদি আরবের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী এ অস্ত্র সরবরাহ করা হবে। চুক্তির আওতায় মোট ৪০০টি বোমা হস্তান্তর হবে।

Bootstrap Image Preview